ছবি: সংগৃহীত
বুধবার (১৮ ডিসেম্বর) আমরা চিঠি পেয়েছি। আগামী সপ্তাহে মিটিং করে নির্বাচনের তফসিল প্রস্তুত করবো। প্রথমেই আমরা খসড়া ভোটার তালিকা দিয়ে তার ওপর আপত্তি ও সংশোধনের উদ্যোগ নিবো। এরপর দ্রুততম সময়ের মধ্যে একটি ফলপ্রসূ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চাই। এই সময়ে বর্তমান কমিটি তাদের দৈনিন্দিন কাজ চালিয়ে যাবে।
নির্বাচন করতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। জুলাই-আগস্ট বিপ্লব উত্তর পরিবর্তীত পরিস্থিতির কারণে অন্যান্য বাণিজ্যিক সংগঠনের মতো আইএসপিএবিও ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ আলীকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামসুল ইসলামকে চেয়ারম্যান করে তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের অপর সদস্যরা হলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এরশাদ হোসেন ও রাকিব হোসেন। অপরদিকে আপিল বোর্ডের বাকি সদস্যরা হলেন, লেফট্যান্টে কর্নেল আহম্মদ দানিয়া ইসলাম এবং অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।
নির্বাচন বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মাদ আলী বলেছেন, বুধবার (১৮ ডিসেম্বর) আমরা চিঠি পেয়েছি। আগামী সপ্তাহে মিটিং করে নির্বাচনের তফসিল প্রস্তুত করবো। প্রথমেই আমরা খসড়া ভোটার তালিকা দিয়ে তার ওপর আপত্তি ও সংশোধনের উদ্যোগ নিবো। এরপর দ্রুততম সময়ের মধ্যে একটি ফলপ্রসূ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চাই। এই সময়ে বর্তমান কমিটি তাদের দৈনিন্দিন কাজ চালিয়ে যাবে।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট বিপ্লব উত্তর পরিবর্তীত পরিস্থিতির কারণে সমিতির সংঘবিধি ১৩(৪) এবং বাণিজ্য সংগঠন বিধিমালা/৯৪ অনুযায়ী, গত ১০ ডিসেম্বর কার্য নির্বাহী পরিষদ বৈঠকে বসে। বৈঠকে সাধারণ সদস্যদের অনাস্থা এবং প্রশাসক বসার শঙ্কায় বর্তমান কমিটি গণতান্তিক ধারায় নতুন নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ডিসেম্বর নির্বাচন ও আপিল বোর্ড গঠন করা হয়।
চলতি বছরের ১৭ মার্চ আইএসপিএবি ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...