বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


অটোমোবাইল

আধুনিক ডিজাইনে এলো ইলেকট্রিক স্কুটার

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:০৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

নতুন সিম্পেল ওয়ান ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রযুক্তি উন্নত করার ফলে স্কুটারটি এখন একবার চার্জে ২৪৮ কিমি (পরীক্ষিত রেঞ্জ) বলে দাবি করা হয়েছে। যা আগের মডেলের ২১২ কিমির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। নতুন সফটওয়্যার আপডেটের কারণে স্কুটারটির কার্যক্ষমতা আরও ভালো হয়েছে।

আধুনিক ডিজাইনে বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার এনেছে সিম্পল ওয়ান নামের ভারতীয় কোম্পানি। যার মডেল ২০২৫ সিম্পল ওয়ান। পরিবেশবান্ধব মডেলের নয়া সংস্করণের দাম রাখা হয়েছে ভারতে ১ লাখ ৬৬ হাজার রুপি।

কোম্পানির পক্ষ থেকে এই আপডেটেড মডেলটিকে ‘জেন ১.৫’ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রথম লঞ্চ হওয়া মডেলটির তুলনায় এবারের স্কুটারে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে।

নতুন সিম্পেল ওয়ান ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্রযুক্তি উন্নত করার ফলে স্কুটারটি এখন একবার চার্জে ২৪৮ কিমি (পরীক্ষিত রেঞ্জ) বলে দাবি করা হয়েছে। যা আগের মডেলের ২১২ কিমির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। নতুন সফটওয়্যার আপডেটের কারণে স্কুটারটির কার্যক্ষমতা আরও ভালো হয়েছে।

সিম্পলের এই স্কুটারটিতে ৮.৫ কিলোওয়াট (১১.৪ বিএইচপি) ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী মোটর রয়েছে, যা ৭২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারটি ০-৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে মাত্র ২.৭৭ সেকেন্ড সময় নেয়, এবং এর সর্বোচ্চ গতি ১০৫ কিমি/ঘণ্টা।

স্কুটারটিতে দুটি ব্যাটারি প্যাক রয়েছে- ৩.৭ কিলোওয়াট আওয়ার ফ্লোর-মাউন্টেড ব্যাটারি এবং ১.৩ কিলোওয়াট আওয়ার পোর্টেবল ব্যাটারি। এই দুই ব্যাটারি একত্রে ব্যবহার করেই স্কুটারটি দীর্ঘ রেঞ্জ দিতে সক্ষম।

বৈদ্যুতিক স্কুটারটিতে নতুন সফটওয়্যার আপডেট ও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে – নেভিগেশন সিস্টেম, অ্যাপ ইন্টিগ্রেশন, আপডেটেড রাইড মোডস, পার্ক অ্যাসিস্ট, রিজেনারেটিভ ব্রেকিং এবং টাইর প্রেশার মনিটরিং সিস্টেম। এই ফিচারগুলো স্কুটারটির ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত ও স্মার্ট করবে।

ওয়ানের ডিজাইন ফিউচারিস্টিক ও আধুনিক। স্কুটারটিতে শার্প ক্রিজ ও অ্যারোডাইনামিক বডি রয়েছে, যা একে অন্য স্কুটারগুলোর তুলনায় আলাদা করে তোলে। এটি বিভিন্ন আকর্ষণীয় রঙের বিকল্পে উপলব্ধ, যা গ্রাহকদের পছন্দ অনুযায়ী কেনার সুযোগ দেবে।

পরিবেশবান্ধব অটোমোবাইল এই ইলেকট্রিক স্কুটারের দীর্ঘ রেঞ্জ, উন্নত ফিচারস, শক্তিশালী মোটর ও অত্যাধুনিক ডিজাইনের কারণে ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে নতুন সংযোজন। যারা একটি উন্নত রেঞ্জ ও স্মার্ট ফিচারযুক্ত ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে।

সংবাদটি পঠিত হয়েছে: ১১২ বার