বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

৪৪৪ গেমিং কনসোল এক টিভিতে!

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:৩৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ভিডিও গেম কনসোল হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এটি কম্পিউটার মনিটর বা টিভির সঙ্গে যুক্ত করা হয়। হাই রেজল্যুশনের গেমগুলো চালাতে গেমিং কনসোল কাজ করে। আর কন্ট্রোলার দিয়ে সেসব গেম খেলা হয়।

একটি টিভির সঙ্গে সবচেয়ে বেশি গেমিং কনসোল যুক্ত করার নতুন বিশ্বরেকর্ড করেছেন এক সৌদি গেমার। এই অদ্ভুত রেকর্ডের মালিক হয়েছেন সৌদি গেম সংগ্রাহক ইব্রাহিম আল-নাসের।

ভিডিও গেম কনসোল হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এটি কম্পিউটার মনিটর বা টিভির সঙ্গে যুক্ত করা হয়। হাই রেজল্যুশনের গেমগুলো চালাতে গেমিং কনসোল কাজ করে। আর কন্ট্রোলার দিয়ে সেসব গেম খেলা হয়।

সৌদির ইব্রাহিম একজন ভিডিও গেম সংগ্রাহক। তাঁর সংগ্রহে আছে শত শত গেমিং কনসোল। সেই সংগ্রহে আছে ১৯৭২ সালে বাজারে আসা প্রথম ভিডিও গেম কনসোল ম্যাগনাভক্স ওডিসি থেকে শুরু করে ২০২৩ সালে আসা প্লেস্টেশন ফাইভ পর্যন্ত প্রায় চার শতাধিক গেমিং কনসোল।

আল-নাসেরের সংগ্রহে আছে প্লাগ-অ্যান্ড-প্লে ডিভাইস, গেমিং কম্পিউটার এবং অ্যানড্রয়েডভিত্তিক এইচডিএমআই স্টিকসের মতো কনসোল। অনেক বিরল গেমিং কনসোলও তাঁর সংগ্রহে আছে।

১৯৯৫ সালে তাইওয়ানে লঞ্চ হওয়া সুপার অ্যাকান নামে একটি বিরল কনসোলও তাঁর সংগ্রহে আছে। গেমিং কনসোলের সংগ্রহ নিয়ে নিজের বাড়িতেই করেন আস্ত এক জাদুঘর। এত সব গেমিং কনসোলের মধ্যে আল-নাসেরের প্রিয় কনসোল হলো ১৯৮০-এর দশকে চালু হওয়া সেগা জেনেসিস। আল-নাসের ভবিষ্যতে আরো উন্নত সব কনসোল সংগ্রহ করতে চান।

বিশ্বরেকর্ড করার জন্য একটি রুমের মধ্যে সম্পূর্ণ সেটআপটি সাজান আল-নাসের। ১২টি এইচডিএমআই সুইচ এবং ৩০টি আরসিএ সুইচের সমন্বয়ে সেটআপটি তৈরি করেন। এই বিস্তৃত সেটআপ পরিচালনা করতে আল-নাসের একটি এক্সেল স্প্রেডশিট ব্যবহার করেন। এই শিট তাঁকে প্রতিটি কনসোলের জন্য কোন সুইচ চালু করতে হবে তা ট্র্যাক করতে সাহায্য করে। পরিপাটি এবং বিশাল এই সেটআপকে একটি টিভির সঙ্গে সবচেয়ে বেশি গেমিং কনসোল যুক্ত করার স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

শাকিব খান অভিনীত তুফান এখন মাইজিপিতে

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪