বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


উদ্যোগ

৩ লক্ষ ৫০ হাজার মানুষের কর্মস্থান করেছে উবার

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৪৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

২০১০ সাল থেকে রাইড শেয়ারিং সেবা চালু করে উবার। পথ চলার রজতজয়ন্তীতে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে উবার ৭.২ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে জীবিকার সুযোগ সৃষ্টি করেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার  চালকের। 

গেল বছরে দেশের ৮২ শতাংশ যাত্রী অফিসে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করেছে উবার। এটি প্রতিবছর আনুমানিক ১১ লাখ কর্ম ঘন্টা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হয়েছে ৯৪ কোটি টাকার সমপরিমাণ অর্থ। সব মিলিয়ে ২০২৪ সালে অর্থনীতিতে মোট ৫৫০০ কোটি টাকা সব মূল্যের অবদান রেখেছে উবার বাংলাদেশ। এর মধ্যে উবার অটো ও মটো সার্ভিস থেকে বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ৯২০ কোটি টাকা।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফাস্ট পরিচালিত গবেষণায় উঠে‌ এসেছে এসব তথ্য।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ করেন উবারের পাবলিক ফাস্ট ডিরেক্টর এমি প্রাইস। বি আর টি এ চেয়ারম্যান রহমান ইয়াসিনের উপস্থিতিতে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডা পরিচালক গাজী একেএম ফজলুল হক এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত ফার্স্ট সেক্রেটার জেমস এম গার্ডিনান।

আশরাফ কায়সারের সঞ্চালনায় উবার বাংলাদেশের কান্ট্রি'র নাসিক ফেরদৌস কামাল, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং গবেষণা সংস্থা পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার শামস জামান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, উবারের মধ্যে আমরা প্রায় ঠিকমত না চলার অভিযোগ পাই। এগুলো নিয়ে আমরা বৈঠকে করেছি। এখন চেষ্টা করছি কিভাবে নজরদারিতে রাখা যায়। ‌চুক্তি ভঙ্গ করে যে উবার চালকেরা গাড়ি চালায় না তাদের লাইসেন্স বন্ধ করে দেয়া হচ্ছে। আমরা চাই প্রযুক্তির সর্বোচ্চ টেকসই এবং নির্ভরযোগ্য সেবা দেবে উবার।

আলোচনায় ফাহমিদা খাতুন, উবারের নারী চালক ও আরোহী উভয়ের নিরাপত্তায় গুরুত্ব দেন। তিনি বলেন, রাইড শেয়ারিং প্রযুক্তিটি পরিবেশবান্ধব। এটাই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানে দারুণ ভূমিকা রাখছে।  

প্রতিবেদন অনুযায়ী, উবার ২০২৪ সালে বাংলাদেশে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা মোট ৬৬ হাজার ৯০০ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছে।
এই প্লাটফর্মের চালকদের মধ্যে ৭৬ শতাংশ আয়ের প্রথম উৎস উবার। এরমধ্যে ৫০ শতাংশ চালক মনে করেন উবার প্ল্যাটফর্ম না থাকলে তাদের জন্য কাজের সুযোগ কমে যেত। ‌

অপরদিকে যাত্রীদের মধ্যে ৮১% মনে করেন উবারের মাধ্যমে রাইট বুক করা রাস্তা থেকে গাড়ি নিয়েছে অনেক সহজ। ৮৬ শতাংশ যাত্রী উবার অ্যাপকে তাৎপর্যপূর্ণ পরিবহন উদ্ভাবন হিসেবে মনে করে। ‌ ৯৫ শতাংশ নারী মনে করেন নিরাপত্তাই তাদের উবার ব্যবহারের অন্যতম প্রধান কারণ। রাতে নিরাপদ যাতায়াত কঠিন হতো বলে মনে করেন ৭৮% যাত্রী। আর ২৭ শতাংশের ধারণা শহরে যাতায়াত সহজ করেছে এই অ্যাপটি।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে রাইড শেয়ারিং সেবা চালু করে উবার। পথ চলার রজতজয়ন্তীতে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে উবার ৭.২ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে জীবিকার সুযোগ সৃষ্টি করেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার  চালকের। 

সংবাদটি পঠিত হয়েছে: ১১৪ বার

এ সম্পর্কিত আরও খবর