সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


উদ্যোগ

৩ বিলিয়ন ডলার বিনিয়োগ পেলো ইলেভেনল্যাবস

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫, দুপুর ৪:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

২০২২ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক এই স্টার্টআপটি কণ্ঠস্বর ক্লোনিং এবং ডাবিংয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরি করে। ২০২৪ সালের জানুয়ারিতে তারা ৮০ মিলিয়ন ডলারের সিরিজ বি রাউন্ড সম্পন্ন করেছিল।

এআই ভিত্তিক কণ্ঠস্বর প্রযুক্তি নির্মাতা স্টার্টআপ ইলেভেনল্যাবস ৩ থেকে ৩.৩ বিলিয়ন ডলারের মূল্যায়নে নতুন তহবিল সংগ্রহ করছে। এই ২৫০ মিলিয়ন ডলারের সিরিজ সি রাউন্ড নেতৃত্ব দিচ্ছে আইকনিক গ্রোথ, এবং অ্যান্ড্রেসেন হরোভিটজও বিনিয়োগকারী হতে পারে।

শনিবার (২৫ জানুয়ারি) টেকক্রাঞ্চের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক এই স্টার্টআপটি কণ্ঠস্বর ক্লোনিং এবং ডাবিংয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরি করে। কোম্পানিটি জানুয়ারি ২০২৩ সালে তাদের প্রথম বেটা পণ্য চালু করার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০২৪ সালের জানুয়ারিতে তারা ৮০ মিলিয়ন ডলারের সিরিজ বি রাউন্ড সম্পন্ন করেছিল।

জানা গেছে,  ইলেভেনল্যাবসের সহ-প্রতিষ্ঠাতা মাতি স্তানিসজেউস্কি এবং পিওতর ডাবকোভস্কি শৈশবে আমেরিকান ভিডিওগুলোর নিম্নমানের ডাবিং দেখে উদ্বুদ্ধ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উন্নতমানের সাউন্ড টেকনোলজি তৈরি করার উদ্যোগ নেন। বর্তমানে ইলেভেনল্যাবসের প্রযুক্তি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সূত্র: টেকক্রাঞ্চ।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর