শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

২৮ ফেব্রুয়ারি বাজারে আসছে আইফোন সিক্সটিন ই

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৩৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারি থেকে ৫৯টি দেশে প্রি-অর্ডার শুরু হয়েছে, আর ২৮ ফেব্রুয়ারি বাজারে আসবে নতুন মডেলটি। ১২৮জিবি, ২৫৬জিবি ও ৫১২জিবি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ‘আইফোন ১৬ই’। তবে প্রাথমিকভাবে শুধু কালো এবং সাদা রঙের মডেল পাওয়া যাবে।

এবার ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিল আইফোন। সাশ্রয়ী দামের নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল। ‘আইফোন সিক্সটিন ই’ নামের এই মডেলে যুক্ত হলো নতুন চিপ এবং এআই সুবিধা।  

অ্যাপল জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে ৫৯টি দেশে প্রি-অর্ডার শুরু হয়েছে, আর ২৮ ফেব্রুয়ারি বাজারে আসবে নতুন মডেলটি। ১২৮জিবি, ২৫৬জিবি ও ৫১২জিবি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ‘আইফোন ১৬ই’। তবে প্রাথমিকভাবে শুধু কালো এবং সাদা রঙের মডেল পাওয়া যাবে।

অ্যাপলের নতুন চমক ‘আইফোন ১৬ই’। আগের তুলনায় কম দামে ফ্ল্যাগশিপ ফোনের বেশকিছু সুবিধা এনে দিয়েছে প্রতিষ্ঠানটি। ৫৯৯ ডলারের মডেলটি (১২৮ জিবি ভ্যারিয়েন্ট) সরাসরি টেক্কা দিচ্ছে স্যামসাং ও গুগলের বাজেট স্মার্টফোনগুলোর সঙ্গে। 

নতুন মডেলের আইফোনে থাকছে অ্যাপলের তৈরি প্রথম ইন-হাউস সেলুলার মডেম সি-১ চিপ, যা সরাসরি কোয়ালকমের ওপর প্রতিষ্ঠানটির নির্ভরশীলতা কমাবে। এছাড়া ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এ-১৮ চিপ, যা আগের এ-১৩ বায়োনিক চিপের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী।

সেই সঙ্গে থাকছে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা, যা আগে শুধু প্রিমিয়াম আইফোন মডেলেই দেখা যেত।

আইফোনের নতুন এ সংস্করণের আরেক চমক ইন্টিগ্রেটেড চ্যাটজিপিটির সংযোজন। যার ফলে বারবার অ্যাপলিকেশন পরিবর্তন না করেও চ্যাটজিপিটির পূর্ণ সুবিধা নিতে পারবের ব্যবহারকারীরা। এছাড়া নতুন এই মডেলে থাকছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, অ্যাকশন বাটন, ফেস আইডি সুবিধা। 

ক্যামেরা সিস্টেমে আছে ৪৮ মেগাপিক্সেলের একটি সেন্সর এবং দুটি লেন্স। সেই সঙ্গে ১২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও পাবেন সেলফিপ্রিয় ব্যবহারকারীরা। তবে এতে নেই ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ক্যামেরা কন্ট্রোল বাটন, যা প্রিমিয়াম মডেলগুলোতে দেখা যায়।

বিশ্লেষকরা বলছেন, চীনের বাজারে অ্যাপলের অবস্থান মজবুত করতেই নতুন বাজেট মডেলটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি পঠিত হয়েছে: ৮৫ বার

এ সম্পর্কিত আরও খবর