৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
সেটিংসে প্রাইভেসিতে গিয়ে রিড রিসিপ্ট বন্ধ করে রাখুন। আপনাকে যে মেসেজ পাঠালো সে বুঝতেই পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন কিনা। অর্থাৎ আপনি মেসেজ পড়ে ফেললেও তার পাশে আর ব্লু টিক দেখাবে না।
প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। কোনো আপডেট মজার আবার কিছু ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপের রয়েছে বিশেষ সব ফিচার্স। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এসব ফিচারগুলো খুব কম মানুষই জানেন। তাই আজই নিজের হোয়াটসঅ্যাপ নিরাপদ ও সুরক্ষিত রাখতে জেনে নিন হোয়াটসঅ্যাপের ১০টি প্রাইভেসি ফিচার।
চ্যাট লক: হোয়াটসঅ্যাপে যেকোন চ্যাট কিন্তু লক করে রাখা যায়। ঠিক যেমন ফোন লক করে রাখেন, তেমনই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে চ্যাট লক করে রাখার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এতে তৃতীয় ব্যক্তি চাইলেই দেখতে পারবে না আপনার কথোপকথন।
টু-স্টেপ ভেরিফিকেশন: এটি ভীষণ জরুরি একটি ফিচার। নিজের হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে টু-স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারেন। অ্যাপের অ্যাকাউন্ট অপশনে এই ফিচার পেয়ে যাবেন।
রিড রিসিপ্ট: সেটিংসে প্রাইভেসিতে গিয়ে রিড রিসিপ্ট বন্ধ করে রাখুন। আপনাকে যে মেসেজ পাঠালো সে বুঝতেই পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন কিনা। অর্থাৎ আপনি মেসেজ পড়ে ফেললেও তার পাশে আর ব্লু টিক দেখাবে না।
সাইলেন্স কল: যাদের কাছেই আপনার নম্বর রয়েছে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করে জ্বালাতন করতে পারে। এর জন্য প্রাইভেসি সেটিংসে গিয়ে এই সমস্ত কল সাইলেন্স করে দিন। নম্বর থাকলেই আপনাকে ফোন করে জ্বালাতন করতে পারবে না কেউ।
ফিঙ্গারপ্রিন্ট লক: হোয়াটসঅ্যাপে নিরাপত্তা স্তর বাড়াতে অ্যাপটিকে ফিঙ্গারপ্রিন্ট লক করে রেখে দিতে পারেন। এর জন্য অ্যাপটির সেটিংস তারপর প্রাইভেসিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটি চালু করে দিতে হবে।
স্ট্যাটাস হাইড: নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কাছ থেকে নিজের প্রোফাইল পিকচার, স্ট্যাটাস এবং লাস্ট সিন লুকিয়ে ফেলার সুবিধাও রয়েছে হোয়াটসঅ্যাপে। সেটিংস থেকে প্রাইভেসিতে গিয়ে স্ট্যাটাসে ট্যাপ করে ‘মাই কন্টাক্টস এক্সেপ্ট’ অপশনে পাবেন এই ফিচারটি।
অচেনা ব্যক্তিদের ব্লক: আপনার নম্বর কোনো অচেনা ব্যক্তির কাছে গেলে সে আপনাকে মেসেজ বা কল করতে পারে। পাশাপাশি তারা আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করতে পারে। নিরাপত্তার জন্য আপনি সেই ব্যক্তিকে ব্লক করতে পারেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ: একই সঙ্গে আপনাকে যে কেউ নাকি কেবল কন্টাক্টে থাকা ব্যক্তিরা গ্রুপে অ্যাড করতে পারবে সেটিও সিলেক্ট করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে।
চুপিচুপি হোয়াটসঅ্যাপ: আপনি হোয়াটসঅ্যাপে থাকলে তা কেউই জানতে পারবে না। সাধারণত কেউ যখন হোয়াটসঅ্যাপ ওপেন তখন তাকে অনলাইন দেখায়। তবে প্রাইভেসি সেটিংস থেকে এটি বন্ধ করে ফেলা যায়।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ: এই ফিচারের মাধ্যমে আপনি যাকে মেসেজ করবেন সেই মেসেজ নির্দিষ্ট সময় পর আপনা আপনি উধাও হয়ে যাবে। এর জন্য চ্যাট অপশনেই রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। মেসেজের ধরণ অনুযায়ী ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন সময়সীমা বেছে নিতে পারেন।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...