সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

‘থ্রেডস’ চালু করতে যা করবেন

প্রকাশ: ৯ আগস্ট ২০২৩, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

টুইটারে যেমন টুইট বলা হয়, তেমনই এখানে টেক্সট পোস্টকে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোড করার জন্য অ্যাপের হোমস্ক্রিন ‘New Thread’ বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে।

মাইক্রোব্লগিং প্ল্যার্টফর্ম টুইটারের মতো নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস অ্যাপ চালু করল ফেসবুকে মূল প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রামের সদস্যরা এই অ্যাপটি বানিয়েছেন বলে জানা গেছে। ইন্টারনেটে এই অ্যাপ লাইভ হতে প্রথম ৭ ঘন্টায় থ্রেডস-এ সাইনইন করেছেন এক কোটি ব্যবহারকারী। বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস।

টেক্সট, ফটো, ৫ মিনিটি পর্যন্ত ভিডিও আপলোড করা যাবে এই অ্যাপে। গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর দুই জায়গা থেকেই ডাউনলোড করা যাবে মেটা থ্রেডস। কী ভাবে সাইন আপ করবেন পোস্ট আপলোড কী ভাবে করতে হয়? তা অনেকেই এখনও জানেন না।

নতুন সোশ্যাল মিডিয়ায় স্বাদ পেতে এক নজরে দেখে নেওয়া যাক মেটা থ্রেডস অ্যাপের সাইন আপ পদ্ধতি। তারপর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘Log in with Instagram’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজারর নেম ও পাসওয়ার্ড দিতে হবে।

প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন পাবেন। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন যার জন্য ‘Import from Instagram’ বাটনে ট্যাপ করতে হবে।

আরেকটি আপনি ম্যানুয়ালি নিজের বায়ো, লিংক ও প্রোফাইল পিকচার সেট করতে পারেন। এই সমস্ত হয়ে গেলে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে।

এবার পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুইটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসাবে প্রোফাইল প্রাইভেট থাকবে।

ইনস্টাগ্রামে আপনি যাদের ফলো করেন তাদের এই অ্যাপে ফলো করতে পারেন কিংবা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন। সব কাজ হয়ে গেলে ‘Join Threads’ অপশনে ট্যাপ করতে হবে। এই অ্যাপ সকল ইউজারদের জন্য সম্পূর্ণ ফ্রি।

কীভাবে থ্রেডে পোস্ট আপলোড করবেন?

টুইটারে যেমন টুইট বলা হয়, তেমনই এখানে টেক্সট পোস্টকে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোড করার জন্য অ্যাপের হোমস্ক্রিন ‘New Thread’ বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে। টেক্সট, ছবি ছাড়া সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন থ্রেডস অ্যাপে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৯৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪