বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

২১ ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিডিও প্রযুক্তি চালু হচ্ছে

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:১০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

একবার কালো তালিকাভুক্ত হলে সেই গাড়ি আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করলে দুর্ঘটনা ঘটবেই। তাই এই নিয়ম করা হয়েছে। এ সময় সড়কটিতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে ভিডিও দেখে মামলা দেওয়া হবে। এক্ষেত্রে কোনো গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে কালো তালিকাভুক্ত হয়ে যাবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি চালু হচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান এই তথ্য জানান।

হাসিব হাসান খান বলেন, একবার কালো তালিকাভুক্ত হলে সেই গাড়ি আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করলে দুর্ঘটনা ঘটবেই। তাই এই নিয়ম করা হয়েছে। এ সময় সড়কটিতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে গতিসীমা বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

এই উড়াল সড়ক দিকে প্রতি মাসে ঘণ্টায় শত কিলোমিটারের বেশি গতিতে ৪০০টিরও যানবাহনের চলাচলের তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের সেপ্টেম্বরে এক্সপ্রেসওয়ে আংশিকভাবে চালু হওয়ার পর কমপক্ষে ১০টি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৭ বার

এ সম্পর্কিত আরও খবর