বুধবার

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

যেভাবে ব্যবহার করবেন জিমেইলের কনফিডেনশিয়াল মোড

প্রকাশ: ৩ জুলাই ২০২৩, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

কনফিডেনশিয়াল মোড ব্যবহার করলে কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন, এই মোড ব্যবহার করে পাঠানো ই-মেইলের স্ক্রিনশট নেয়া যায় না, এমনকি ডাউনলোড বা অন্য কোনো ব্যক্তিকে ফরওয়ার্ডও করা সম্ভব হয় না। ফলে ই-মেইলে থাকা তথ্য নিরাপদ থাকে।

প্রযুক্তির এই যুগে প্রত্যেকজন ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে নিয়মিত ই-মেইল আদান-প্রদান করতে হয়। এসব ই-মেইলের মধ্যে কখনো কখনো খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকে, ফলে বার্তার নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কায় থাকেন। 

জিমেইলের কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে চাইলেই নিরাপদে ই-মেইল পাঠানো সম্ভব। কনফিডেনশিয়াল মোড ব্যবহার করলে কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন, এই মোড ব্যবহার করে পাঠানো ই-মেইলের স্ক্রিনশট নেয়া যায় না, এমনকি ডাউনলোড বা অন্য কোনো ব্যক্তিকে ফরওয়ার্ডও করা সম্ভব হয় না। ফলে ই-মেইলে থাকা তথ্য নিরাপদ থাকে।

তাহলে আপনার জিমেইলে কনফিডেনশিয়াল মোডটা ব্যবহার করবেন কীভাবে? চলুন দেখে নেয়া যাক। কনফিডেনশিয়াল মোড ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে হবে। এরপর উপরের বাঁ দিকে থাকা কম্পোজ বাটনে ক্লিক করে গতানুগতিক পদ্ধতিতে প্রাপকের ই-মেইল ঠিকানা, বিষয়বস্তু লিখতে হবে। 

এরপর নিচের দিকে থাকা প্যাডলক ক্লক আইকনে ক্লিক করে কনফিডেনশিয়াল মোড চালু করতে হবে। প্যাডলক ক্লক আইকনে ক্লিক করার পর সেট এক্সপাইরেশন অপশন থেকে ই-মেইলের সুরক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। এরপর সেন্ড বাটনে ট্যাপ করলেই ই-মেইলটি নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৪৮ বার

এ সম্পর্কিত আরও খবর