শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

২০০ হার্জের প্রথম গেমিং মনিটর বাজারে নিয়ে এলো গিগাবাইট

প্রকাশ: ৮ মার্চ ২০২৫, দুপুর ১২:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই মনিটরে ব্যবহৃত সুপার স্পিড (SS) আইপিএস প্রযুক্তি উন্নত রঙের সঠিকতা এবং উজ্জ্বলতা নিশ্চিত করে। রেসপন্স টাইম মাত্র ১ এমএস (GTG) হওয়ায় মনিটরটি গেমারদের জন্য বিশেষভাবে উপযোগী। একইসঙ্গে এই মনিটরে রয়েছে এএমডি ফ্রি সিনক্রো (AMD FreeSync), ফ্লিকার ফ্রি (Flicker Free) এবং লো ব্লু লাইট (Low Blue Light) প্রযুক্তি, যা চোখের ওপর চাপ কমায়।

অনলাইনে লাইভে বাজেট ফ্রেন্ডলি ২০০ হার্জের প্রথম নতুন গেমিং মনিটর বাজারে এনেছে গিগাবাইট।  মডেল গিগাবাইট জিএস২৫এফ২ (GS25F2)। ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ- এমনিটর লাইভ লঞ্চ ইভেন্টে বুধবার (৫ মার্চ) রাতে মনিটরটি উন্মোচন করেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

পিসি বিল্ডার বাংলাদেশ-এর অনন্য জামানের সঞ্চালনায় আনাস জানান, এই মনিটরে ব্যবহৃত সুপার স্পিড (SS) আইপিএস প্রযুক্তি উন্নত রঙের সঠিকতা এবং উজ্জ্বলতা নিশ্চিত করে। রেসপন্স টাইম মাত্র ১ এমএস (GTG) হওয়ায় মনিটরটি গেমারদের জন্য বিশেষভাবে উপযোগী। একইসঙ্গে এই মনিটরে রয়েছে এএমডি ফ্রি সিনক্রো (AMD FreeSync), ফ্লিকার ফ্রি (Flicker Free) এবং লো ব্লু লাইট (Low Blue Light) প্রযুক্তি, যা চোখের ওপর চাপ কমায়।

উন্নত ফিচার এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে গিগাবাইটের এই নতুন মনিটরটি দেশের গেমার এবং প্রযুক্তিপ্রেমীদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করেন খাজা মো. আনাস খান।  

সংবাদটি পঠিত হয়েছে: ৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর