শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

১৮ বছরের নিচে কেউ আর ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, দুপুর ১:০৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নিচে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না কেউ। এক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইটে মতামত ব্যক্ত করতে পারছেন সবাই।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এর পর থেকে, ১৮ বছরের নিচে যেকোনো বয়সী ব্যবহারকারীকে বাবা-মায়ের অনুমতি ছাড়া ফেসবুকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে না।

অস্ট্রেলিয়াতে ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সিদ্ধান্ত ভারতে সরকারও কার্যকর করেছে।

জানা গেছে, বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নিচে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না কেউ। এক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইটে মতামত ব্যক্ত করতে পারছেন সবাই।

সম্প্রতি, মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক) নাবালক বা ১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে, ১৮ বছরের নিচে কেউ বাবা-মায়ের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো শিশুরা যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিপথে না যায়। এজন্য মেটা বিভিন্ন বিধিনিষেধও আরোপ করেছে, যাতে তারা নিরাপদভাবে অনলাইন পরিবেশে থাকতে পারে।

এজন্য অনেকেই বয়স বাড়িয়ে অ্যাকাউন্ট খুলতো। কিন্তু এবার থেকে প্রমাণ হিসেবে দিতে হবে নথি। ফলে আর মিথ্যা বলার সুযোগ নেই। নথি অনুযায়ী বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের কন্ট্রোল চলে যাবে অভিভাবকদের হাতে। এছাড়াও কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করতে পারবেন অপ্রাপ্তবয়স্করা।

অভিভাবকরা ছেলে-মেয়ের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন। তারা কার সঙ্গে কথা বলছে। তা দেখতে পাবেন। যদিও কী কথা হয়েছে, তা দেখা যাবে না। সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, তা ঠিক করতে পারবেন তারা।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৯ বার

এ সম্পর্কিত আরও খবর