বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

১৬ মেট্রো স্টেশনে এটিএম বুথ চালু করল ইবিএল

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:১১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই এটিএম সেবার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ এবং সহজলভ্য করেছি। এই উদ্যোগটি আমাদের গ্রাহকদের প্রতি আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতির অংশ

ঢাকার মেট্রোরেলের ১৬টি স্টেশনে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ করে দিচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল)। শুক্রবার ইবিএল-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে তারাই ‘প্রথম’ মেট্রো স্টেশনে ব্যাংকিং সেবা শুরু করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ শুক্রবার মিরপুর-১১ মেট্রো স্টেশনে ‘ইবিএল ৩৬৫’ এটিএম বুথের উদ্বোধন করেন।

আলী রেজা ইফতেখার বলেন, “এই এটিএম সেবার উদ্বোধনের মধ্য দিয়ে আমরা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ এবং সহজলভ্য করেছি। এই উদ্যোগটি আমাদের গ্রাহকদের প্রতি আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতির অংশ।”

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, কমিউনিকেশন অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং এবং এডিসি বিভাগের প্রধান আমিন মো. মেহেদী হাসান, ডিজিটাল বিজনেস অ্যান্ড এডিসি সাপোর্ট সিস্টেমের প্রধান মীর রেহান ইমতিয়াজ এসময় উপস্থিত ছিলেন। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৭ বার

এ সম্পর্কিত আরও খবর