মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

১৬ জিবি র‌্যামসহ আসছে নতুন পোকো ফোন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, বিকাল ৬:০০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

পোকো এক্স৬ প্রো ফোনের সাকসেসর হিসেবে পোকো এক্স৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, পোকো এক্স৭ প্রো ফোন প্রথম স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে চলেছে যেখানে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক হাইপাও এস ২.০।

শাওমির সাব-ব্র্যান্ড পোকো নতুন ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। যার মডেল পোকো এক্স৭ প্রো। এই ফোন রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলের রিব্র্যান্ডেড ভার্সন।

পোকো এক্স৬ প্রো ফোনের সাকসেসর হিসেবে পোকো এক্স৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, পোকো এক্স৭ প্রো ফোন প্রথম স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে চলেছে যেখানে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক হাইপাও এস ২.০।

ডিসেম্বর মাসে এই ফোন বাজারে আসার কথা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। পোকো সংস্থাও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেটের সাহায্যে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। এতে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেন্সর।

নতুন ডিভাইসটিতে ৬২০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ পানি এবং ধুলায় সহজে নষ্ট হবে না ফোন। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৫ বার

এ সম্পর্কিত আরও খবর