সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

সৌরশক্তিতেই চার্জ দেয়া যাবে মোবাইলের ব্যাটারি

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, রাত ১১:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাড়িতে হঠাৎ লোডশেডিং কিংবা ভোল্টেজ কম থাকলে সোলার চার্জারের সাহায্যে মোবাইল চার্জ করা যায়। চার্জ দেয়ার আগে চার্জারটিতে পরিপূর্ণ চার্জ থাকতে হবে। দিনে সূর্যের আলোয় মোবাইল ফোন চার্জ করে নেয়া যাবে।

যারা পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে যান, অনেক সময় দেখা যায় সেখানে একবার বিদ্যুৎ গেলে আসে ৩-৪ ঘণ্টা পর। এমন এলাকায় ভ্রমণপিপাসুদের মোবাইল চার্জ দেয়া নিয়ে পড়তে হয় বিপাকে। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে সোলার মোবাইল চার্জার। এর সাহায্যে সৌরশক্তিতেই চার্জ দেয়া যাবে মোবাইলের ব্যাটারি।

এটি ব্যবহারে দরকার পড়ে না বিদ্যুতের। সূর্যের আলোতেই ব্যাটারি চার্জ করা যাবে। জেনারেটর কিংবা ইনভার্টারের আলাদা করে কোনো প্রয়োজন পড়বে না। এর ফলে বিদ্যুৎ বাঁচানো সহজ হবে অনেক।

বাড়িতে হঠাৎ লোডশেডিং কিংবা ভোল্টেজ কম থাকলে সোলার চার্জারের সাহায্যে মোবাইল চার্জ করা যায়। চার্জ দেয়ার আগে চার্জারটিতে পরিপূর্ণ চার্জ থাকতে হবে। দিনে সূর্যের আলোয় মোবাইল ফোন চার্জ করে নেয়া যাবে।

মূলত অনলইন বিভিন্ন প্লাটফর্মে মিলবে এই চার্জার। দাম ৫০০ টাকা থেকে শুরু। কনফিগারেশনের উপর ভিত্তি করে এর দাম নির্ধারিত হয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৩৫ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪