বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


উদ্যোগ

১৪৯৯ টাকায় নারীদের জন্য ‘অ্যাডভান্স ফটোশপ’

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১২:৩৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যেসব নারী সেমিনারে অংশগ্রহণ করবেন, তারাই মাত্র ১৪৯৯ টাকায় গ্রাফিকস ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ ফটোশপে দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

আইটিখাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে ১৫ হাজার টাকা সমমূল্যের ‘অ্যাডভান্স ফটোশপ’ কোর্স মাত্র ১৪৯৯ টাকায় শেখানোর উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি। এ লক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি আয়োজন করেছে অফলাইন সেমিনারের।

 জানা গেছে, যেসব নারী সেমিনারে অংশগ্রহণ করবেন, তারাই মাত্র ১৪৯৯ টাকায় গ্রাফিকস ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ ফটোশপে দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিডিকলিং একাডেমির এজিএম রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমান সময়ে এসেও দেশের নারী সমাজ বিভিন্ন ধরণের বৈষম্যের স্বীকার হচ্ছে। এক্ষেত্রে বিডিকলিং একাডেমি তাদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেই অ্যাডভান্স ফটোশপ কোর্সটি নিয়ে এসেছে। বিভিন্ন আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে যেখানে কোর্সটি করতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত গুণতে হয়, সেখানে বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় কোর্সটি আমরা দিচ্ছি মাত্র ১৪৯৯ টাকায়। আশা করছি এতে করে আমাদের নারী সমাজ নিজের পায়ে দাড়িয়ে সমাজকে নেতৃত্ব দিতে পারবে।

কোর্স প্রসঙ্গে বিডিকলিং একাডেমির কর্ণধার ও বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী হওয়া সত্ত্বেও দেশের শ্রমশক্তিতে ক্রমেই নারীর অংশগ্রহণের হার কমছে, যা দেশের অর্থনীতি এবং নারীর উন্নয়নে জন্য আশঙ্কাজনক। জনসংখ্যার অর্ধেক পিছিয়ে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। সেই ভাবনা থেকেই বিডিকলিং একাডেমি নারীদের জন্য নিয়ে এসেছে শুধমাত্র ১৪৯৯ টাকা রেজিস্ট্রেশন ফিতে অ্যাডভান্স ফটোশপ কোর্স। সম্ভাবনাময় আইটি জগতের সাথে নারীদের পরিচয়ের শুরু হতে পারে এই কোর্সের মাধ্যমে।

তিনি আরও বলেন, আইটি জগতে নারীদের অপার সুযোগ ও সম্ভাবনা আছে। আমি একজন সাধারণ নারী থেকে নিজ দক্ষতায় বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান হয়েছি। আমি স্বপ্ন দেখি দেশের নারীরা এই সুযোগকে কাজে লাগাবেন, নিজের পায়ে দাঁড়াবেন এবং নিজের হাতেই নিজের ভবিষ্যৎ গড়বেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৩ বার

এ সম্পর্কিত আরও খবর