বুধবার

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


টিপস

স্মার্টফোনের ক্যামেরার লেন্স পরিষ্কার করার নিয়ম

প্রকাশ: ১০ জুলাই ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অনেকেই বিভিন্ন রাসায়নিক পদার্থ লেন্সের ওপর স্প্রে করেন, এটা করা মোটেও ঠিক নয়। লেন্স পরিষ্কার করতে কোনভাবেই মোটা কাপড়, টয়লেট পেপার বা টিস্যু ব্যবহার করা যাবে না, কারণ ক্যামেরার লেন্সে স্ক্র্যাচ হতে পারে। 

স্মার্টফোনের ক্যামেরার লেন্সের বাইরের আবরণে ধুলা বা ময়লা জমলে বা আঙুলের ছাপ থাকলে ক্যামেরা যতই শক্তিশালী হোক না কেন ছবির মান ভালো হয় না। ক্যামেরার লেন্সের বাইরের আবরণ নিয়মিত পরিষ্কার করলে আর এমন হয় না। তবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার না করলে ক্যামেরার লেন্স স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আসুন জেনে নিই কিভাবে সঠিক পদ্ধতিতে ক্যামেরার লেন্স পরিষ্কার করা যায়:

লেন্স পেন ব্যবহার করা

লেন্স পেন হলো কলমের আকৃতিতে তৈরি লেন্স পরিষ্কার করার ব্রাশ। ব্রাশটি স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরার লেন্সে থাকা সূক্ষ্ম ময়লাও পরিষ্কার করতে পারে। তবে লেন্স পেন সাধারণত সার্ভিস সেন্টারে ব্যবহার করা হয়।

ঘরোয়া পদ্ধতি

ঘরোয়া পদ্ধতিতে মোবাইল ক্যামেরার লেন্স পরিষ্কার করার জন্য পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। এই কাপড় ধুলা-বালু সহজে শুষে নেয় তাই এই কাপড় দিয়ে সুন্দরভাবে ক্যামেরার লেন্স পরিষ্কার করা যায়। পরিষ্কারের আগে লেন্সের ওপর হালকা মুখের ভাপ দিতে হবে। এতে জমে থাকা ময়লা কিছুটা নরম হবে। এবার মাইক্রোফাইবার কাপড় লেন্সের ওপর রেখে আস্তে চাপ দিয়ে ধীরে ধীরে ঘষতে হবে। এবার কাপড়টিকে ত্রিভুজাকৃতির ভাঁজ করে লেন্সের বিভিন্ন কোনা পরিষ্কার করতে হবে।

প্রটেক্টর ব্যবহার করা

ফোনের লেন্স নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ধুলা-বালু বা স্ক্র্যাচ থেকে রক্ষার জন্য ফোন কেস ব্যবহার করতে হবে। কেস ব্যবহার না করলে লেন্স প্রটেক্টর ব্যবহার করতে হবে।

যা করা উচিত নয়

অনেকেই বিভিন্ন রাসায়নিক পদার্থ লেন্সের ওপর স্প্রে করেন, এটা করা মোটেও ঠিক নয়। লেন্স পরিষ্কার করতে কোনভাবেই মোটা কাপড়, টয়লেট পেপার বা টিস্যু ব্যবহার করা যাবে না, কারণ ক্যামেরার লেন্সে স্ক্র্যাচ হতে পারে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৬৭ বার

এ সম্পর্কিত আরও খবর