সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

হোয়াটসঅ্যাপে ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির নিয়ম

প্রকাশ: ২ জুলাই ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সম্প্রতি নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের তৈরি ৩৬টি স্টিকার দিয়েই শুধু অ্যাভাটার তৈরির করা যাবে।

সম্প্রতি নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে যার যার পছন্দমতো অ্যাভাটার তৈরি করা যাবে না। 

হোয়াটসঅ্যাপের তৈরি ৩৬টি স্টিকার দিয়েই শুধু অ্যাভাটার তৈরির করা যাবে। কিভাবে সেটা সম্ভব চলুন জেনে নেয়া যাক:

অ্যান্ড্রয়েড বা আইওএস উভয় অপারেটিং সিস্টেমে অ্যাভাটার তৈরি করা যাবে। অ্যাভাটার তৈরির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস ট্যাপ করে ওপরে থাকা নাম এবং স্ট্যাটাস অপশনের নিচে থাকা অ্যাভাটার সেটিংসে ক্লিক করতে হবে। এরপর ‘ক্রিয়েট ইউর অ্যাভাটার’ বাটনে ট্যাপ করতে হবে। তারপর গেট স্টার্টেট ক্লিক করে গায়ের রং, চুলের ধরন ও রং, পোশাক, দেহের গড়ন, চোখের আকার, ভ্রু, নাক, ঠোঁট ইত্যাদি নির্বাচন করতে হবে। এবার ডান বাটনে ট্যাপ করলেই অ্যাভাটার তৈরি হয়ে যাবে।

অ্যাভাটার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবিতে ব্যবহার করা যাবে আবার স্টিকার হিসেবেও পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে প্রোফাইল ফটোতে গিয়ে এডিট বাটনে ট্যাপ করে তৈরি করা অ্যাভাটারের ছবি যুক্ত করা যাবে।

উল্লেখ্য, নিজের তৈরি করা অ্যাভাটার যেকোনো সময় ডিলিট করা যাবে। এ জন্য সেটিংস অপশন থেকে অ্যাভাটার বাটনে ক্লিক করে ডিলিট অ্যাভাটার অপশন নির্বাচন করতে হবে। এর ফলেই অ্যাভাটার ডিলিট হয়ে যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৮৭ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪