সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

স্মার্টফোনের লক ভুলে গেছেন? তাহলে উপায়?

প্রকাশ: ২৭ মে ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

স্মার্ট ফোনে ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পাসকোড বা পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ  আবার প্যাটার্ন লকও ব্যবহার করেন। যে যেটাই ব্যবহার করুন না কেন যদি ভুলে যান ফোনের স্ক্রিনের পাসওয়ার্ড তাহলে কিভাবে প্রবেশ করবেন ফোনের ভিতর? কয়েকটি উপায়ে লক হয়ে যাওয়া স্ক্রিন আনলক করতে পারবেন। 

স্মার্ট ফোনে ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পাসকোড বা পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ  আবার প্যাটার্ন লকও ব্যবহার করেন। যে যেটাই ব্যবহার করুন না কেন যদি ভুলে যান ফোনের স্ক্রিনের পাসওয়ার্ড তাহলে কিভাবে প্রবেশ করবেন ফোনের ভিতর? কয়েকটি উপায়ে লক হয়ে যাওয়া স্ক্রিন আনলক করতে পারবেন:

১. ভুল প্যার্টান বা পাসওয়ার্ড বারবার প্রেস করলে স্ক্রিনের নিচে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন আসবে। সেটিতে ক্লিক করুন। এরপর সেখান থেকে নতুন প্যাটার্ন লক দিয়ে নিন।

২. প্রথমেই স্মার্টফোনের সুইচ অফ করেন ফেলুন। এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোমস্ক্রিন বাটন একই সঙ্গে চেপে ধরুন। আপনি রিবুট ডেটা, ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার বাটন ও অ্যাডভান্সড অপশন নামে পাঁচটি অপশন পাবেন। 

ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট বাটন নির্বাচন করে ‘ইয়েস’ করে দিন। আগে থেকে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। তা না হলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে। এর কিছুক্ষণ পর ফোনটি রিস্টার্ট দেওয়ার দরকার হবে। এখন সহজেই ফোনটি আনলক করতে নতুন প্যাটার্ন লক বা পাসওয়ার্ড সেট করতে পারবেন। 

গুগল ফাইন্ড মাই ডিভাইস

২০১৫ সালের পরে তৈরী সকল অ্যান্ড্রয়েড মোবাইলে ফাইন্ড মাই ডিভাইস নামে একটি ফিচার বিল্ড ইন করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করা থেকে শুরু করে ফোনের ডেটা ডিলিটের কাজ পর্যন্ত করা যায়। গুগল এর ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে ফোন রিসেট ও করা যায়।

এই পদ্ধতিতে ফোন রিসেট করতে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে। এই পদ্ধতিতেও আপনার ফোনের সকল ডেটা মুছে যাবে। তাই অভশ্যই ব্যাকআপ রাখতে হবে। ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে ফোন রিসেট করতেঃ

*ফাইন্ড মাই ডিভাইস ওয়েবসাইটে প্রবেশ করুন

*ফোন থাকা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন

*এরপর যে ডিভাইসটি লক হয়ে আছে সেটি সিলেক্ট করুন

*ডিভাইস মেন্যু থেকে Erase Device এ ক্লিক করুন

*এরপর আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন। ফোন রিসেট হয়ে যাবে। তথ্যসূত্র: জি নিউজ এবং গুগল। 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৫৯ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪