সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড ভুলে গেলে, রিসেট করবেন কিভাবে?

প্রকাশ: ৫ মে ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ফেসবুকে লগ আউট করেনি টিনা। এখন কিছুতেই ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারছে না। যতভাবেই পাসওয়ার্ড লিখছেন বারবার ইনকারেক্ট হচ্ছে। টিনার মত সমস্যায় অনেকেই পড়েন। এ সমস্যা থেকে উদ্ধারের উপায় হলো নতুন করে পুণরায় পাসওয়ার্ড তৈরি করে নেয়া। সেটা কিভাবে সম্ভব? চলুন যেয়ে নেয়া যাক:

দীর্ঘদিন ফেসবুকে লগ আউট করেনি টিনা। এখন কিছুতেই ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারছে না। যতভাবেই পাসওয়ার্ড লিখছে বারবার ইনকারেক্ট হচ্ছে। টিনার মত সমস্যায় অনেকেই পড়েন। এ সমস্যা থেকে উদ্ধারের উপায় হল নতুন করে পুণরায় পাসওয়ার্ড তৈরি করে নেয়া। সেটা কিভাবে সম্ভব? চলুন যেয়ে নেয়া যাক:

যেভাবে বদলাবেন ফেসবুকের পাসওয়ার্ড

১. আপনার ওয়েব ব্রাউজার থেকে ফেসবুক লগইন করুন।

২. ফেসবুক পৃষ্ঠার উপরের ডানদিকে "অ্যাকাউন্ট" এ ক্লিক করুন, ফেসবুকের মেন্যু পাওয়া যাবে।

৩.  এরপরে, "সেটিংস এন্ড প্রাইভেসি" ক্লিক করুন (যদি ফেসবুকের  পুরানো সংস্করণ ব্যবহার করেন তবে আপনি এই অংশটি এড়িয়ে যেতে পারেন)।

৪. এবার ‘সেটিংস’ সিলেক্ট করুন।

৫. এবার বাম পাশের মেন্যু থেকে ‘সিকিউরিটি এন্ড লগইন” ক্লিক করতে হবে।

৬. এই স্ক্রিনে 'লগইন' সেকশনে "চেঞ্জ পাসওয়ার্ড" খুঁজুন এবং এর পাশে "এডিট" এ ক্লিক করুন।

৭. এডিট ফিল্ডে বর্তমান পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে একবার এবং তারপর নতুন পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে দুইবার। 

৮. সর্বশেষ ‘সেভ চেঞ্জেস’ ক্লিক করুন। নতুন পাসওর্য়াড রিসেট হয়ে যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬০৯ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪