২ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
৪ ঘন্টা আগে
৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপে একটি হিডেন পেজ আছে। আপনার টেক্সট করার অভ্যাস কতটা তা জানতে পারবেন এই পেজ থেকে। কোন ফোন নাম্বারে কতটা ম্যাসেজ পাঠিয়েছেন তাও জানতে পারবেন। ম্যাসেজ সেন্ট এবং রিসিভের ভিত্তিতে ভাগ করে দেখতে পাবেন। এতে করে বুঝতে পারবেন কত বেশি হোয়াটস অ্যাপ আপনি ব্যবহার করছেন।
হোয়াটসঅ্যাপে একটি হিডেন পেজ আছে। আপনার টেক্সট করার অভ্যাস কতটা তা জানতে পারবেন এই পেজ থেকে। কোন ফোন নাম্বারে কতটা ম্যাসেজ পাঠিয়েছেন তাও জানতে পারবেন। ম্যাসেজ সেন্ট এবং রিসিভের ভিত্তিতে ভাগ করে দেখতে পাবেন। এতে করে বুঝতে পারবেন কত বেশি হোয়াটস অ্যাপ আপনি ব্যবহার করছেন।
টেক্সট এর পরিমাণ দেখার উপায়
হোয়াটস অ্যাপে টেক্সট এর পরিমাণ দেখতে হলে অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েট বা আইওএস এ হোয়াটস অ্যাপের নতুন সংস্করণ ব্যবহার করতে হবে। আপনার ফোনে প্রথমে হোয়াটস অ্যাপ ইনস্টল করে নিন। এবার অ্যাপের একদম কর্ণারে সেটিংস অপশনে ট্যাপ করুন। পরবর্তীতে স্টোরেজ এবং ডেটাতে চাপুন। এর পরে আপনি দেখতে পাবেন নেটওয়ার্ক সেকশন। এই সেকশনে আছে ‘Network Usage’ এখানে ক্লিক করুন।
পেজের একদম উপরে দেখতে পাবেন called Messages. এখানে দুটি ভাগ আছে Sent এবং Received. আপনি বছরের পর বছর ধরে যে সমস্ত বার্তা পাঠাচ্ছেন এবং গ্রহণ করছেন তার সবকটি এখানে ট্যালি আকারে দেখতে পাবেন। কতটা ডেটা এ যাবতকাল ব্যবহার করেছেন সেটাও দেখতে পাবেন। কি পরিমাণ নেটওয়ার্ক ব্যবহার করেছেন তাও জানতে পারবেন।
আপনি WhatsApp কলে কতক্ষণ ব্যয় করেছেন, সেইসাথে আপনার অ্যাকাউন্টে কতগুলি ইনকামিং এবং আউটগোয়িং কল করা হয়েছে তা দেখা সম্ভব।
এবার মিলিয়ে দেখুন তো পরিবার এবং বন্ধু কাদের কে আপনি সবচেয় বেশি টেক্সট করেছেন?
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...