সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে কী করবেন

প্রকাশ: ১ মে ২০২২, রাত ১০:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অ্যাকাউন্ট হ্যাকড হলে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এ জন্য ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করে ‘Forgotten password?’ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মুঠোফোন নম্বর বা ই–মেইল ঠিকানা লিখতে হবে। এবার ‘Reset Your Password’ অপশনে ক্লিক করলেই পাসওয়ার্ড রিসেট হবে। নতুন পাসওয়ার্ড দিয়ে আবার ফেসবুকে প্রবেশ করা যাবে।

রাহাতের ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠাল তার বান্ধবী কেয়া। কেয়ার ২০০০ টাকা প্রয়োজন। একটি বিকাশ নাম্বারও রাহাত কে দেয় কেয়া। কোন কিছু না ভেবেই সাথে সাথে সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিল রাহাত। পরদিন ক্যাম্পাসে দেখা হতেই কেয়ার কাছে রাহাত জানতে চায় ব্যাপার কি? কেয়া তখন জানায় তার আইডি চুরি হয়েছিল। টাকা আসলে কেয়া চায়নি। চেয়েছিল কেয়ার আইডি হ্যাক করা সেই হ্যাকার। 

এরকম ঘটনা যে কোন ব্যবহারকারীর সাথে ঘটতে পারে। কখনো বা হ্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য, ছবি, ভিডিও ব্যবহার করে অনেক অনৈতিক কার্যকলাপও হয়। তাই অ্যাকাউন্ট চুরি হলে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে জেনে নিই: 

অ্যাকাউন্ট চুরি হলেই জানাতে হবে

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেই ফোনকল বা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে ফেসবুকে থাকা বন্ধুদের বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো উচিত। কারণ হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের অশ্লীল মন্তব্য, ছবি বা ভিডিও পাঠিয়ে।  

ফেসবুকে অভিযোগ

ফেসবুক আইডি হ্যাক করে হ্যাকাররা যদি অ্যাকাউন্ট এ দেয়া মুঠোফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তখন পাসওয়ার্ড রিসেট করেও ফেসবুকে প্রবেশ করা যাবে না। এ ক্ষেত্রে প্রথমেই আইডি হ্যাক হওয়ার বিষয়ে ফেসবুকের কাছে অভিযোগ করতে হবে। এ জন্য www.facebook.com/hacked ঠিকানায় প্রবেশ করে my account is compromised অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্টটিতে থাকা মুঠোফোন নম্বর, ই-মেইল বা ব্যবহারকারীর নাম লিখে অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে। এবার ‘security check’ অপশনে ক্যাপচা (বিশেষ কোড) লিখলেই অ্যাকাউন্টটির পুরোনো পাসওয়ার্ডসহ নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রশ্ন জানতে চাইবে ফেসবুক। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই ফেসবুকের কাছে অভিযোগ জমা হবে।

পাসওয়ার্ড রিসেট

হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেই দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। তখন ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না। এমনকি নতুন করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না। তাই অ্যাকাউন্ট হ্যাকড হলে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এ জন্য ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করে ‘Forgotten password?’ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মুঠোফোন নম্বর বা ই–মেইল ঠিকানা লিখতে হবে। এবার ‘Reset Your Password’ অপশনে ক্লিক করলেই পাসওয়ার্ড রিসেট হবে। নতুন পাসওয়ার্ড দিয়ে আবার ফেসবুকে প্রবেশ করা যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৯০ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪