সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

১২০ ইঞ্চির লেজার টিভি, জেনে নিন কি ফিচার থাকছে

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫, বিকাল ৫:৪৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই স্পেশ্যাল টিভিতে যে ফিচার্সগুলো থাকছে, সেগুলি হল, ১২০ ইঞ্চি অ্যাম্বিয়েন্ট লাইট রিজেকশন (এএলআর) স্ক্রিন, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং এআই ড্রিভেন রিয়েল-টাইম অপটিমাইজেশনও।

কলকাতার মানুষদের নতুন অভিজ্ঞতার সুযোগ করে দিতে ১২০ ইঞ্চি স্ক্রিনের লেজার টিভি নিয়ে এলো চিনের হাইসেন্স কোম্পানি। যেমন দুর্দান্ত কালার, তেমনই পরিষ্কার ছবির কোয়ালিটি।

হাইসেন্সের এই লেজার টিভিতে রয়েছে ট্রাইক্রোমা লেজার টেকনোলজি, যা হোম এন্টারটেইনমেন্টে এক নতুন দিগন্ত এনে দেবে। এছাড়াও এই স্পেশ্যাল টিভিতে যে ফিচার্সগুলো থাকছে, সেগুলি হল, ১২০ ইঞ্চি অ্যাম্বিয়েন্ট লাইট রিজেকশন (এএলআর) স্ক্রিন, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং এআই ড্রিভেন রিয়েল-টাইম অপটিমাইজেশনও।

সেরা সিনেমাটিক এক্সপেরিয়েন্স চাইলে এই টিভি অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন। খরচ হবে ৫ লক্ষ টাকার মতো।

হাইসেন্সের ভারতীয় সিইও পঙ্কজ রানার বলেছেন, এই প্রথম ভারতীয় মার্কেটে হাইসেন্স তাদের প্রোডাক্ট নিয়ে আসছে। বিশ্বের সেরা টিভি ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আছে এটি। তবে লার্জ স্ক্রিন টিভি যেমন ১০০ বা ১২০ ইঞ্চির লেজার টিভির জন্য পৃথিবীর মধ্যে সেরা প্রথম ব্র্যান্ড হল এই হাইসেন্স।

জানা গেল, শুধু টিভি নয়, জানুয়ারি মাসে হাইসেন্স তাদের এসি এবং এপ্রিল বা মে মাসের দিকে ওয়াশিং মেশিনের রেঞ্জ নিয়েও হাজির হতে চলেছে কলকাতায়।

হাইসেন্সের অন্যতম প্রিয়িমাম প্রোডাক্ট হল এই লেজার টিভি। কেউ যদি ৮-১০ ঘণ্টাও টানা টিভি দেখেন, তাহলেও চোখের কোনও ক্ষতি হবে না হাইসেন্সের লেজার টিভির ক্ষেত্রে।

এছাড়া আরও একটা বড় বৈশিষ্ট্য হল বাইরের আলো অর্থাৎ যে কোনও এম্বিয়েন্ট আলোর কোনও এফেক্ট এই টিভির পর্দায় পরে না। ফলে নির্দ্বিধায় আপনি যতক্ষণ খুশি যেখানে খুশি টিভিতে আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে পারবেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৪ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

নয়েজের নতুন স্মার্টওয়াচ এলো বাজারে

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৫