সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ই-কমার্স স্টার্টআপ

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:১০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ভবিষ্যতে এআই কোম্পানি ও বিনিয়োগকারীদের পরিকল্পনা সফল হলে, অনলাইন কেনাকাটায় শুধুমাত্র এআই সহকারীর সঙ্গে চ্যাট করেই সম্পন্ন করা যাবে। আর ব্যবসার সব কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের নিত্যদিনের অনলাইন কেনাকাটাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে। এআই স্মার্ট সহকারী চ্যাটবট ক্রেতাকে পছন্দের পণ্য দেখায়, সুপারিশ করে, দাম নিয়ে আলোচনা করে এবং গ্রাহক সেবা দেয়। এসব কারণে অনলাইনে পণ্য সহজে খোঁজাখুঁজি, সরবরাহ ও কেনাকাটার প্রক্রিয়াকে সহজ করতে ছোট-বড় সব ব্যবসায় এআই ব্যবহার করছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

ভবিষ্যতে এআই কোম্পানি ও বিনিয়োগকারীদের পরিকল্পনা সফল হলে, শুধুমাত্র এআই সহকারীর সঙ্গে চ্যাট করেই অনলাইনে কেনাকাটা সম্পন্ন করা যাবে। আর ব্যবসার সব কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। এমনটাই ধারণা করছেন ই-কমার্স স্টার্টআপটির স্বপ্নদ্রষ্টারা।

প্রতিবেদনে বলা হয়, দুবাইভিত্তিক কুইন ডট এআই উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে এই প্রযুক্তি বাস্তবায়ন করতে কাজ করছে। তারা ইতিমধ্যেই ১০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা ই-কমার্স ব্যবসার জন্য স্বয়ংক্রিয় এআই এজেন্ট পরিষেবা বৃদ্ধিতে সহায়ক হবে।

জানা গেছে, প্রোসাস ভেঞ্চার্স একটি শীর্ষ ই-কমার্স বিনিয়োগকারী কোম্পানি, যেটি কুইন ডট এআইয়ের প্রাথমিক বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে। এটি মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলের অন্যতম বড় এআই বিনিয়োগ।

ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিটি মনে করে, কুইন ডট এআই বিক্রেতাদের জন্য এআই-চালিত স্বয়ংক্রিয় সেবা আনতে পারবে, কারণ এআই এজেন্ট বা  স্মার্ট সহকারী এই আই চ্যাটবট অনলাইন মার্কেটপ্লেসে কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে।

মোর্তেজা ইব্রাহিমি, আহমদ খোলিহ এবং দিনা আলসামহান গুগল ও ডিপমাইন্ডে দীর্ঘদিন কাজ করার পর কুইন ডট এআই উদ্যোগ শুরু করেন।

টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটির সিইও ইব্রাহিমি বলেন, ‘তারা সুযোগ বুঝে ই-কমার্সে কাজ শুরু করেন। গুগলে থাকার সময় তারা গুগল অ্যাডস-এ কাজ করেছেন এবং দেখেছেন, কীভাবে অনেকেই সফলভাবে ই-কমার্স ব্যবসা গড়ে তুলেছে।’

এআই প্রযুক্তির পাশাপাশি, তারা অনলাইনে বিজ্ঞাপন চালানো ও ওয়েবসাইটের এসইও করার কাজেও সমানভাবে দক্ষ। তাই তারা মনে করেন, এই পেশাগত কাজের অভিজ্ঞতা ও দক্ষতা তাদের আগামীদিনের জন্য ই-কমার্স স্টার্টআপে ভালো সম্ভাবনা তৈরি করবে। সূত্র: টেকক্রাঞ্চ
 

সংবাদটি পঠিত হয়েছে: ৬১ বার

এ সম্পর্কিত আরও খবর