৪ ঘন্টা আগে
৮ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
সফটওয়্যার খাতে হুয়াওয়ের উচ্চাভিলাসী লক্ষের নতুন ধাপ হবে হারমোনিওএস নেক্সট। কারণ অ্যান্ড্রয়েড ওপেনসোর্স প্রজেক্ট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সাপোর্ট থেকে নিষিদ্ধ হওয়ার পর হুয়াওয়ে নিজেরাই কোড ও অ্যাপসে নজর দিয়েছে।
কয়েক বছর ধরেই হুয়াওয়ের হারমোনিওএসের নতুন সংস্করণ নিয়ে কাজ চলছে। সব জল্পনা-কল্পনার পর অবশেষে হুয়াওয়ে নেক্সট-এর বাণিজ্যিক সংস্করণটি উন্মুক্ত হতে চলেছে।
কোম্পানিটি জানিয়েছে, আগামী ২২ অক্টোবর অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ উন্মোচন করা হবে।
সফটওয়্যার খাতে হুয়াওয়ের উচ্চাভিলাসী লক্ষের নতুন ধাপ হবে হারমোনিওএস নেক্সট। কারণ অ্যান্ড্রয়েড ওপেনসোর্স প্রজেক্ট ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সাপোর্ট থেকে নিষিদ্ধ হওয়ার পর হুয়াওয়ে নিজেরাই কোড ও অ্যাপসে নজর দিয়েছে।
জানা গেছে, হারমোনিওএস নেক্সট ১০ হাজারের অধিক অ্যাপস ও সার্ভিসকে সমর্থন করবে। সূত্র: জিএসএম এরিনা।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...