https://ccabd.org/category/events/ এই ঠিকানায় লগ অন করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, পেশাগত দক্ষতা উন্নয়নে এর আগে ঢাকায় ১০০ সাংবাদিককে সাইবার অপরাধ অনুসন্ধান ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন।  

সিসিএ ফাউন্ডেশন মনে করে, সমাজে সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন গণমাধ্যমকর্মীরা। আর এজন্যই সাইবার অপরাধ সচেতনতায় তাদের দক্ষতা উন্নয়নে সামাজিক এই সংগঠন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। 

" >

শুরু হচ্ছে সাংবাদিকদের সাইবার অপরাধ অনুসন্ধান কর্মশালা

প্রকাশঃ ০৪:০৯ মিঃ, জুন ১৮, ২০১৮
Card image cap

নিরাপদ ইন্টারনেট ব্যবহারে জনসচেতনতায় ২০১৫ থেকে দেশে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে সিসিএ ফাউন্ডেশন।

টেকওয়ার্ল্ড প্রতিনিধি:

ঢাকায় দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের জন্য ‘সাইবার অপরাধ অনুসন্ধান ও সচেতনতা’ শীর্ষক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন। আগামী ২৭ জুন (বুধবার) জাতীয় জাদুঘরে এ কর্মশালা হবে। এতে সাইবার অপরাধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার নানা বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে। মূলধারার গণমাধ্যমে (অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক, টিভি চ্যানেল, রেডিও ও সংবাদ সংস্থা) কর্মরত পেশাদার সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। আগমী ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে :  https://ccabd.org/category/events/ এই ঠিকানায় লগ অন করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, পেশাগত দক্ষতা উন্নয়নে এর আগে ঢাকায় ১০০ সাংবাদিককে সাইবার অপরাধ অনুসন্ধান ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন।  

সিসিএ ফাউন্ডেশন মনে করে, সমাজে সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন গণমাধ্যমকর্মীরা। আর এজন্যই সাইবার অপরাধ সচেতনতায় তাদের দক্ষতা উন্নয়নে সামাজিক এই সংগঠন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। 

সংবাদটি পঠিত হয়েছেঃ ২৬৬ বার

সম্পর্কিত পোস্ট


মুখোমুখি

Card image cap
‘বাংলাদেশকেই হিটাচি পণ্যের বাজার হিসেবে অধিক সম্ভাবনাময় দেশ বলে মনে হয়’ - চেন টেক ব্যঙ্ক

হিটাচি হোম ইলেকট্রনিক্স এশিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব চেন টেক ব্যঙ্ক প্রকৃতঅর্থে একজন বয়োজষ্ঠ্য, কিন্তু তার জ্ঞানের পরিধি এবং অক্লান্ত পরিশ্রম তার বয়সকেও হার মানিয়ে দেয়। আর সে কারণেই তিনি হয়ে ওঠেন এক অদম্য যুবকের সমতুল্য। তার আধুনিক ব্যবসায়িক চিন্তাধারা এশিয় অঞ্চলে হিটাচি পণ্য ও সেবার  বাজারের ব্যাপক প্রসার ঘটাবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশে হিটাচি কোম্পানির ডিস্ট্রিবিউটর ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাসিক টেকওয়ার্ল্ড পত্রিকার প্রতিনিধির জনাব চেন টেক ব্যঙ্ক এর সাক্ষাৎকার গ্রহণের সুযোগ হয়, যার উল্লেখযোগ্য অংশটুকু এখানে তুলে ধরা হলোঃ

প্রশ্নঃ সাধারণ